২০০৯ সালে ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গ দুগ্ধ সমবায় কর্মচারী ইউনিয়নের সম্মেলন হয়েছে । সম্মেলনে নয়া কমিটি গঠিত হয়েছে । ২০০০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত শ্রী প্রফুল্ল ভট্টাচার্য্য সংগঠনে সম্পাদক পদে আসীন ছিলেন । সংগঠনের অধিকাংশ সদস্যদের চাহিদা অনুযায়ী, বিশেষভাবে নেতৃত্বদায়ী অংশের পূর্ণ সমর্থনে তার সময়কালেই ২০০৬ সালে সংস্থায় West Bengal Service Conduct Rule বা WBSR । সেই সময়ে WBSR লাগু করার কারনে সকল স্তরের কর্মী ও অফিসারদের দ্বারা প্রশংসীত হন। অথচ ক'এক বছরের মধ্যেই তার সহযোগী বিশেষভাবে নেতৃত্বদায়ী অংশের এবং কর্মচরীদের একাংশের হঠাত্ বোধদয় হয় যে WBSR কর্মচারীদের সার্থ রক্ষিত হচ্ছে না।
No comments:
Post a Comment