Thursday, July 29, 2010

ঐক্য - সংগ্রাম - ঐক্য

দীর্ঘ দিন পরে Milk Federation-এর কর্মীদের ঐক্যবদ্ধ সংগ্রাম লক্ষ্য করা গেল । সংস্থার কিছু কর্মচারী নিজদের স্বার্থে অত্যন্ত গোপনে কতৃপক্ষের একাংশের যোগসাজোগে সংস্থার বিধীবদ্ধ Medical Insurance-এর sum insured বা medical coverage-এর অর্থ ২ লক্ষ টাকা থেকে আড়াই লক্ষ টাকা করে নেবার পদক্ষেপ গ্রহন করে । এর ফলে অধিকাংশ কর্মী সুজোগ হারাচ্ছিল । বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় কর্মচারীরা ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদে সামিল হয় ।

No comments:

Post a Comment